হারিয়ে গিয়েছে দুর্গাপুজোর সেই চেনা ছবি, আজ অতীত ক্যাপ-বন্দুক


ODD বাংলা ডেস্ক: নব্বইয়ের দশকে যাঁদের ছেলেবেলা কেটেছে তাঁরা এই বিষয়ের সঙ্গে একমত হতে পারবেন তা হল, দুর্গাপুজো মানেই রোল ক্যাপ আর বন্দুক। দুর্গাপুজোর প্যান্ডেল চত্বরে ছোটদের ক্যাপ ফাটানোর শব্দে গমগম করত। রোলক্যাপ কেনার হিড়িক শুরু হয়ে যেত মহালয়া থেকেই। কিন্তু এখন পুজো প্যান্ডেলগুলোয় ছোটদের ভীড় থাকলেও তাদের হাতর রঙবেরঙের বন্দুক এবং তাতে ভরা ক্যাপ খুব একটা চোখে পড়ে না। সময় বদলেছে, বদলে গিয়েছে দুর্গাপুজোর আবহ। ক্যাপ বন্দুকের যে জমানা, সেখানে ছিল না ভিডিও গেমের হাতছানি, ছিল না, অনলাইন ক্লাসের চাপ, ছিল অনাবিল আনন্দ করার জন্য অফুরান সময়।  কিন্তু এখন সময় থাকলেও ছোটদের মন-মাবসিকতা হয়ে গিয়েছে অন্যরকম। তাঁদের কাছে পাড়ার দুর্গাপুজোর প্যান্ডেল এখন ততটাও আকর্ষণীয় নয়, যতটা মোবাইল ফোন। ছোট থেকেই তাদের কাছে খুলে গিয়েছে আন্তর্জালের দরজা, যার ফলস্বরূপ, এখন খেলাধুলায় পড়েছে ভাটা। ফলে কালের নিয়মে কোথায় যেন হারিয়ে গিয়েছে দুর্গাপুজোর সময় ক্যাপ বন্দুক ফাটানোর আনন্দ। এর ফলে ভাটা পড়েছে ক্যাপ-এর বিক্রিও। আগেকার মতো আর ছোটদের হাতে হাতে ফেরে না ক্যাপের রোল। 

বড় বাজারের এক ব্যবসায়ীর কথায়, আগের মতো আর বিক্রি নেই রোল-ক্যাপের। একটা সময় ছিল, যখন দোকানীরা ক্যাপের রোলের যোগান দিয়ে উঠতে পারতেন না। কিন্তু এখন তেমন আর চাহিদা নেই বললেই চলে। আর যাঁরা একসময়ের দুর্গাপুজোর সময় ক্যাপ ফাটানোয় বুঁদ হয়ে থাকত, তাদের কাছে এসবকিছুই নস্টালজিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.