CPIM-এর বিরুদ্ধে দোকান লুঠের অভিযোগ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কলার কাঁদি বিতরণ তৃণমূলের


ODD বাংলা ডেস্ক: 'জেল ভরো চোর ধরো' আন্দোলনের নামে দোকানপাট লুটপাট করা হয়েছে, এমনকি কলাও চুরি হয়েছে। এবার CPIM-এর বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। CPIM নেতা-কর্মীদের কলা চোর বলেও কটাক্ষ করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। শুধু অভিযোগ তোলা নয়, কার্জন গেট চত্বরে যে কলা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের হাতে কলার কাঁদিও তুলে দেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম। তৃণমূল নেতৃত্বের তরফে কলার কাঁদি পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁরা তৃণমূল নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও কলা চারির অভিযোগ অস্বীকার করেছেন পূর্ব বর্ধমান জেলা CPIM নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.