শিক্ষক নিয়োগ নিয়ে তৎপরতা, জরুরি বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু


ODD বাংলা ডেস্ক: শিক্ষক নিয়োগ,বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে বিজেপির নবান্ন অভিযানের দিনই জরুরি বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, দুপুর তিনটে থেকে বিকাশ ভবনে এই বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকার কথা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের। বঞ্চিতদের জন্য সৃষ্টি করা অতিরিক্ত পদে কারা চাকরি পাবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে ইতিমধ্যে অর্থ দফতরে ছাড়পত্র পেয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। মনে করা হচ্ছে সেই বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.