খাস কলকাতায় এবার ইংরেজিতে শোনা গেল 'মহিষাসুরমর্দিনী'


ODD বাংলা ডেস্ক: এ বার ইংরেজিতেও শোনা গেল মহালয়ার বিখ্যাত শ্রুতি-আলেখ্য 'মহিষাসুরমর্দিনী'। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর থেকে বিশেষ স্বীকৃতি পাওয়ার পর শুধু পুজো নয়, একই সঙ্গে মহালয়াকেও বিশ্বজনীন করে তোলার উদ্দেশ্য নিয়ে আগাগোড়া ইংরেজিতে মহালয়া পাঠ করা হল। মহালয়ার বিকেলে এই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল টালিগঞ্জের কুঁদঘাট প্রগতি সঙ্ঘের পুজো কমিটির উদ্যোক্তাদের। ওই পুজো এ বার ৬৮ বছরে পড়ল। 'মহিষাসুরমর্দিনী' ইংরেজিতে অনুবাদ করেছেন সুপ্রিয় সেনগুপ্ত। তিনি বলছিলেন, ''বাণীকুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং পঙ্কজকুমার মল্লিকের মূল ভাবনাকে অক্ষুণ্ণ রেখেই আমরা মহিষাসুরমর্দিনী-র ইংরেজি অনুবাদ করেছি। এর ফলে সারা বিশ্বের সঙ্গে এই সৃষ্টির একটা পরিচয় হবে।'' পুজো কমিটির পক্ষ থেকে পীযূষ সাহা বলেন, ''আমাদের মণ্ডপের এখনও উদ্বোধন হয়নি। কিন্তু ইংরেজিতে মহিষাসুরমর্দিনী পাঠ যাতে সত্যিই বিশ্বজনীন হতে পারে, তার জন্য সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো আপলোড করা হয়েছে।''

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.