''জোর করে জন্ম নিয়ন্ত্রণ প্রভাব ফেলবে দেশের লিঙ্গ ভারসাম্যে''
ODD বাংলা ডেস্ক: শিক্ষা, সামাজিক সচেতনতা ও বৈভবের অভাবের জেরেই দেশে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে। তবে জোর করে জন্ম নিয়ন্ত্রণ করতে গেলে তার পরিণাম হবে ভয়ংকর। সেক্ষেত্রে লিঙ্গ ভারসাম্যে তার প্রভাব পড়তে পারে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের নিজের রাজ্য Gujarat-এ দাঁড়িয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়ঙ্কর। রবিবার নিজের বই ‘The India Way: Strategies for uncertain World’-র গুজরাটি সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিবার ছোট হয়েছে। সেই কারণেই জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে। আর এর নেপথ্যে রয়েছে শিক্ষা, সামাজিক সচেতনতা ও বৈভবের অভাব।”
Post a Comment