সাইরাস মিস্ত্রির দুর্ঘটনার জের, পিছনের আসনে সিটবেল্ট না পরলে জরিমানার ঘোষণা কেন্দ্রের
ODD বাংলা ডেস্ক: গাড়ির পিছনের সিটে বসলেও বাধ্যতামূলকভাবে সিটবেল্ট পরতে হবে, নয়তো জরিমানা করা হবে, এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়করি। রবিবার গাড়ি দুর্ঘটনায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুর পরেই এই ঘোষণা করা হল। প্রসঙ্গত, মার্সিডিজ গাড়ির পিছনের সিটে আসনে বসলেও সিটবেল্ট আটকানো ছিল না সাইরাসের। তারপরেই দুর্ঘটনায় মৃত্যু হয় সাইরাসের।একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “পিছনের সিটে বসলেও সিটবেল্ট পরা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়ম থাকা সত্বেও কেউ এগুলি মেনে চলছে না। তাই পিছনের সিটে বসে কেউ যদি সিটবেল্ট না আটকান তাহলে একটি সাইরেন বাজানো হবে। তারপরেও যদি কেউ বেল্ট না পরেন, তাহলে তাঁকে জরিমানা দিতে হবে।”
Post a Comment