পায়ে এই চিহ্ন থাকলে ভাগ্যবান আপনি, নিজের ভাগ্য নিজেই নিয়ে জন্মান এমন জাতক

 


ODD বাংলা ডেস্ক: হাতে উপস্থিত ভাগ্য রেখা দেখে ব্যক্তির জীবনের নানান অজানা তথ্য জানা যেত পারে। হাতের রেখা দেখে ভাগ্য গণনা সম্পর্কে সকলেই জানেন। কিন্তু পায়ের রেখাও যে কোনও ব্যক্তির ভাগ্যের বিশদ বর্ণনা দিতে পারে, তা কী জানা আছে? বিষ্ণুর পায়ের রেখা সম্পর্কে হস্তরেখা শাস্ত্র ও সমুদ্র শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। হাতের পাশাপাশি পায়ের রেখা দেখেও ব্যক্তির ভবিষ্যৎ জানা যেতে পারে। বিষ্ণুর পায়ের রেখাকে অত্যন্ত শুভ মনে করা হয়েছে। তেমনই রেখা কোনও ব্যক্তির পায়ে থাকলে তাকে অত্য়ন্ত শুভ মনে করা হয়। পাশাপাশি সেই জাতক ভাগ্যশালী হয় যাঁদের পায়ে বিষ্ণুর পায়ের মতো রেখা ও চিহ্ন থাকে।


পায়ে উপস্থিত শুভ চিহ্ন ও রেখা ব্যক্তির ভাগ্য সম্পর্কে কী জানায়?


১. যদি কোনও ব্যক্তির পায়ের তালুর মাঝখান থেকে কোনও রেখা মধ্যমা আঙুল পর্যন্ত যায়, তা হলে সেই জাতকের জীবন সুখে কাটে। নিজের জীবনে কোনও কিছু লাভের জন্য সেই জাতককে কঠিন পরিশ্রম করতে হয় না। একে উত্তম ভাগ্যরেখা মনে করা হয়। এমন জাতক রাজকীয় ক্ষেত্র সুখ, সমৃদ্ধি ও লাভ অর্জন করে।


২. কোনও ব্যক্তির পায়ে ত্রিশূল থাকলে তিনি অত্যন্ত ভাগ্যশালী হন। ত্রিশূলকে শিবের সঙ্গে যুক্ত করে দেখা হয়। এমন জাতক সহজে সরকারি চাকরি লাভ করতে পারে।


৩. কোনও ব্যক্তির পায়ের পাতায় স্বস্তিক চিহ্ন থাকলে তাকে অত্যন্ত শুভ মনে করা হয়। শাস্ত্র মতে এমন জাতক নিজেই নিজের ভাগ্য নিয়ে আসে। এটি একটি রাজযোগ, যা ব্যক্তিকে ভাগ্যবান করে তোলে। স্বস্তিক চিহ্ন থাকে যে জাতকের পায়ে তাঁরা ধর্মীয় যাত্রা করেন।


৪. কোনও ব্যক্তির বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠের নীচে সোজা রেখা থাকলে, তাঁদের ভাগ্যবান হিসেবে গণ্য করা হয়। সমুদ্র শাস্ত্রে এই স্থানের রেখাকে অর্থ ও সমৃদ্ধির কারক হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে ব্যক্তির পায়ে এমন রেখা থাকে তাঁরা উদার, গুণী, ধর্ম-কর্মে বিশ্বাসী হন। এই জাতকদের কাছে কখনও অর্থাভাব হয় না।


৫. সমুদ্র শাস্ত্র গজরেখাকে স্বস্তিক রেখার মতোই সমান শুভ আখ্যা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে হাতির শূঁড়ের মতো রেখা গোড়ালির দিকে মুড়ে থাকে। এমন রেখা যে ব্যক্তির পায়ে থাকে, তাঁরা রাজার সমান সুখ, সমৃদ্ধি ও বৈভব লাভ করে।


৬. আবার কোনও জাতকের পায়ের ধ্বজের চিহ্নকেও স্বস্তিকের মতোই শুভ মনে করা হয়। ধ্বজের চিহ্ন থাকে যে জাতকের পায়ে, তাঁদের ধর্মে রুচি থাকে। এমন জাতক ভবিষ্যতে সিদ্ধপুরুষ হিসেবে আত্মপ্রকাশ করেন।


৭. গোড়ালি থেকে কিছুটা ওপরে ইংরেজি T আকৃতি থাকলে সেই ব্যক্তি অনেক বড় ব্যবসায়ী হতে পারেন। এর জন্য সামান্য পরিশ্রম করতে হবে। এই চিহ্ন যে ব্যক্তির পায়ে থাকে তাঁরা জীবনে প্রচুর মান-সম্মান লাভ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.