হাতি দেখার নাম করে এবার আর জঙ্গলে প্রবেশ করা যাবে না


ODD বাংলা ডেস্ক:  হাতি দেখানোর নাম করে পর্যটকদের জঙ্গলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল বনদফতর। ঝাড়গ্রাম ডিভিশনের ডিএফও শেখ ফরিদ বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে বলা হয়েছে, ঝাড়গ্রাম জেলায় পর্যটনের মরশুমে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সংরক্ষিত জঙ্গলে বিনা অনুমতিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হল।কারণ, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় হাতি দল ঘুরে বেড়াচ্ছে। তাই বন দফতরের সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারের অনুমতি ছাড়া জঙ্গলে পর্যটকদের ঢুকতে দেওয়া হবে না। ইতিমধ্যে বিষয়টি লিখিত ভাবে ঝাড়গ্রাম জেলার সব পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল ও হোম স্টে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বলা হয়েছে, তারা যাতে হাতি দেখানোর নাম করে পর্যটকদের জঙ্গলে না নিয়ে যান। হাতি দেখতে গিয়ে এর আগে ঝাড়গ্রামে পর্যটকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। পাশাপাশি গত ১৩ এবং ১৪ অগস্ট বেলপাহাড়ির গাড়রাসিনি পাহাড় সংলগ্ন জঙ্গল এলাকায় বিনা অনুমতিতে তাঁবু খাটিয়ে ছ'জন বাইক রাইডার পর্যটকের রাত কাটানোর অভিযোগ ওঠে। পরে ওই পর্যটকদের বাইকের চাকা চুরি হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। তার কয়েক দিন পরে ভুলভেদার রেঞ্জ অফিসার তারিনি মুদি বিনা অনুমতিতে জঙ্গল এলাকায় থাকায় পর্যটকদের বিরুদ্ধে বেলপাহাড়ি থানায় অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.