এই চার রাশির ছেলে মেয়েরা মজার মানুষ হন, সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান এরা

 


ODD বাংলা ডেস্ক: প্রতিটি মানুষের জন্মের সময় অনুসারে নির্ধারণ করা হয় তার রাশি। সেই অনুসারে বিচার করা হয় ব্যক্তির চরিত্র। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা মজার মানুষ হন, সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান এরা। দেখে নিন তালিকায় আপনার পরিচিত কেউ আছেন কি না।


কেউ গম্ভীর, কেউ শান্ত, কেউ মিষ্টিভাষী, কেউ উদ্ধত। তেমনই কারও রসবোধ বেশি তো কারও কম। কেউ গল্প করতে ভালোবাসেন তো কেউ সারা দিন নিজের মনে থাকেন। কেউ বেশি কথা বলেন তো কেউ মুখ রা কাটেন না। প্রত্যেকটি মানুষ একে অপরের থেকে আলাদা। শাস্ত্র মতে, এই তারতম্যের কারণ হল আমাদের রাশি। শাস্ত্র ১২টি রাশির উল্লেখ আছে। মেষ থেকে মীন এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে এই সকল রাশির মানুষের মধ্যে আছে এমন তারতম্য। প্রতিটি মানুষের জন্মের সময় অনুসারে নির্ধারণ করা হয় তার রাশি। সেই অনুসারে বিচার করা হয় ব্যক্তির চরিত্র। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা মজার মানুষ হন, সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান এরা। দেখে নিন তালিকায় আপনার পরিচিত কেউ আছেন কি না। 


ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ছেলে মেয়েরা স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। তবে এই রাশির ছেলে মেয়েরা মজার মানুষ হন, সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান। এরা সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন। 


মিথুর রাশি

সদা হাসি লেগে থাকে এদের মুখে। মিথুন হব রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা পার্টি, গেট টুগেদার কিংবা কোনও রকম অনুষ্ঠানে সকলের নজর কাড়েন। সকলকে হাসাতে ভালোবাসেন এরা। এদের ব্যক্তিত্বের প্রতি সকলে আকৃষ্ট হন।


কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় স্বভাবের হন। এদের ব্যক্তিত্ব নজর কাড়ে সকলের। মজার মানুষ হন এৎা। সকলকে সব সময় আনন্দ দিতে চান। এদের উপস্থিতি সকলের মনে খুশি নিয়ে আসে। 


মেষ রাশি

স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। সে কারণে অনেকের অপছন্দের মানুষ হন। কিন্তু, সব সময় এই সমীকরণ এক হয় না। বহু মানুষের থেকে ভালোবাসা পান এরা। এই রাশির ছেলে মেয়েরা মজার মানুষ হন, সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান এরা। এদের রসবোধ অন্যদের তুলনায় বেশি। সে কারণে অনেকে দৃষ্টি কাড়েন মেষ রাশি।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.