হিন্দুপক্ষের আবেদন বৈধ, জ্ঞানবাপী মামলায় শুনানিতে সায় আদালতের
ODD বাংলা ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ মামলায় বড় মোড়। খারিজ মসজিদ কমিটির আবেদন। বদলে জ্ঞানবাপী মসজিদে পুজো অর্চনা করতে দেওয়ার জন্য করা আবেদনে অনুমতি। জ্ঞানবাপী মসজিদের ভিতর পূজা-অর্চনা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৫ হিন্দু মহিলা। সেই আবেদন গ্রাহ্য হয়েছে। বারাণসী আদালত এদিন স্পষ্ট জানাল যে, ৫ হিন্দু মহিলার করা সেই আবেদন শোনা হবে। আগামী ২২ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। সম্প্রতি এক সার্ভের পর জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গের অস্তিত্ব মিলেছে বলে জানা যায়। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদের একাংশে মন্দিরের কিছু নিদর্শন মিলেছে বলে দাবি ওঠে। মসজিদে শিবলিঙ্গ মিলেছে। ওজুখানার জলাধারের নীচে প্রাচীন শিবলিঙ্গের উপস্থিতিরও দাবি উঠেছে। একথা সামনে আসার পরই, এই নিয়ে বিতর্ক উসকে ওঠে। আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি।
Post a Comment