পুজোর মুখে শ্রমিকদের বেতন বৃদ্ধি, খুশির হাওয়া শিল্পাঞ্চলে
ODD বাংলা ডেস্ক: পুজোর আগে সুখবর হলদিয়ায় পেট্রকেমের শ্রমিকদের। একেবারে পুজোর মুখে বেতন বৃদ্ধি হল। শ্রমিকদের বেতন বৃদ্ধি হওয়ায় স্বভাবতই খুশির হাওয়া শিল্পশহর হলদিয়া পেট্রোকেমের দুই সংস্থা- IVL ধানসিরি পেট্রোকেম ও রুচি সোয়া ভোজ্যতেল (পতঞ্জলি ফুড প্রোডাক্টস)-এর স্থায়ী ২০০-র বেশি কর্মীর নতুন বেতন চুক্তি স্বাক্ষরিত হল। দুটি সংস্থাতেই চার বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। INTTUC সভাপতি শিবনাথবাবু বলেন, "ধানসিরিতে চার বছরের বেতনচুক্তিতে প্রথম বছরে একসঙ্গে ৬ হাজার টাকা বাড়ছে। অন্যদিকে, রুচিতে চার বছরে মোট ৩৮ শতাংশ বেতন বাড়ল কর্মীদের।"জানা গিয়েছে, IVL ধানসিরি পেট্রোকেমের মোট কর্মীর সংখ্যা ৮৯ জন এবং রুচির কর্মী সংখ্যা ১২৭ জন। দুটি সংস্থার কর্মীদেরই চার বছরের বেতন চুক্তি স্বাক্ষরিত হল।
Post a Comment