কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে সোনালি চক্রবর্তীকে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট

ODD বাংলা ডেস্ক:  কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নিয়োগের ব্যাপারে নবান্ন যে সিদ্ধান্ত নিয়েছিল তা খারিজ করল হাইকোর্ট। এ ব্যাপারে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল উচ্চ আদালতে। ওই মামলার শুনানির পর রায় দান স্থগিত ছিল। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট চূড়ান্ত রায়ে জানিয়েছে, সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নিয়োগের জন্য নবান্ন যে এক তরফা সিদ্ধান্ত নিয়েছিল, তা খারিজ করা হল।২০২১ সালের অগস্ট মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়য়-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়গ করেছিল রাজ্য সরকার। সেই সময়ে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় এই নিয়োগে অনুমতি দেয়নি। রাজভবনের সিলমোহর ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.