হাই প্রেসারের কারণ হতে পারে গ্রহদোষ! জ্যোতিষ টোটকায় সহজেই সমাধান

 


ODD বাংলা ডেস্ক: আজকালকার দিনের বেশিরভাগ মানুষই উচ্চরক্তচাপের সমস্যায় ভোগেন। অনেক সময় দেখা যায় নিয়মিত ওষুধ খেয়েও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় না। এর কারণ হতে পারে গ্রহদোষ। জ্যোতিষ অনুসারে জন্মছকে বিভিন্ন গ্রহের অবস্থানের প্রভাবে আমাদের নানা ধরনের অসুখ হতে পারে। গ্রহের অশুভ অবস্থান যে অসুখগুলির জন্য দায়ী, তার অন্যতম হলে উচ্চরক্তচাপ বা High Blood Pressure।


অনেক সময় দেখা যায় নিয়মিত ওষুধ খেয়েও অসুখ কমার কোনও লক্ষণ থাকে না। জ্যোতিষশাস্ত্র বলছে যে কোনও কোনও কূপিত দশাই বিভিন্ন নাছোড় অসুখের জন্য দায়ী। সেক্ষেত্রে ডাক্তাররের পরামর্শমতো নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি কয়েকটি জ্যোতিষ টোটকা সঠিক ভাবে মেনে চলতে পারলে ভালো ফল পাওয়া যেতে পারে।


দেখে নিন কোন কোন গ্রহের অশুভ অবস্থান বিভিন্ন অসুখের জন্য দায়ী।


* কারোর কোষ্ঠীতে মঙ্গল বেশ শক্তিশালী হয়ে গেলে অর্থাত্‍ মঙ্গল ভারী হয়ে গেলে সেই ব্যক্তি নানা অসুখে ভুগতে পারেন। স্বাস্থ্যসম্মত জীবন যাপন করেও নানা অসুখে জেরবার হতে পারেন তিনি।


* আবার কারোর জন্মছকে চাঁদের অবস্থান খারাপ হলে তিনি উচ্চ রক্তচাপের সমস্য়ার মধ্য়ে পড়তে পারেন।


* আবার কোষ্ঠীতে অগ্নি উপাদানের প্রভাব বেশি হলেও রক্তচাপ কোনও কারণ ছাড়াই বেড়ে যেতে পারে।


ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আনার জ্যোতিষ টোটকা


* ডান হাতের কড়ে আঙুলে রুপো দিয়ে বাঁধিয়ে মুক্তোর আংটি পরুন।


* ডান হাতের অনামিকায় তামা বা পঞ্চধাতু দিয়ে বাঁধিয়ে লাল পলা ধারণ করলে উচ্চরক্তচাপে ভালো ফল পাওয়া যায়।


* প্রতি সোমবার শিবলিঙ্গে জল ঢাললে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।


* হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে প্রতি পূর্ণিমায় চন্দ্র দেবতাকে ক্ষীর নিবেদন করুন।


* উচ্চরক্তচাপ হলে খাবারে নুন ও তেলের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দিতে হবে।


* কখনও এক বারে বেশি খাবার খাবেন না, বারে বারে অল্প অল্প করে খান।


* সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া অভ্যেস করলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখা যায়।


* সবুজ শাকসবজি, লাউ, বাঁধাকপির রস খেলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আনা যায়।


* ব্লাড প্রেসার কমাতে নিয়মিত ব্যায়াম করলে পারলে উপকার পাওয়া যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.