১৭ মাস পর খুলছে হাওড়া স্টেশনের ফুড প্লাজা, মিলবে রকমারি সব খাবার
ODD বাংলা ডেস্ক: পুজোর আগেই খুলে যাচ্ছে হাওড়া স্টেশনের ফুড প্লাজা। আগামিকাল অর্থাৎ সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন। কোভিডের পর সতেরো মাস বন্ধ থাকার পর ফের নতুন সংস্থার মাধ্যমে এই প্লাজা খুলছে রেল। জানা যাচ্ছে, সুন্দরবন কো-অপারেটিভ মিল্ক অ্যান্ড লাইভ স্টক ইউনিয়ন লিমিটেডের টাটকা দুধ, চাল, গম, সবজি থেকে খাবার তৈরি হবে। ভারতীয় সব ধরণের খাবারের সঙ্গে থাকবে চাইনিজ পদ, পিজা, বার্গার, স্যান্ডউইচ, রোল, আইসক্রিম। এছাড়া এবার জোর দেওয়া হবে যাত্রীদের চাহিদার উপর। কে কোন ধরণের খাবার পছন্দ করে তা বিশেষ পর্যবেক্ষণ রাখা হবে। যা মেনুতে আনা হবে।
Post a Comment