করোনা আতঙ্ক অতীত, পিতৃপক্ষের অবসানে মহালয়ার সকালে ঘাটে ঘাটে চেনা ভিড়!
ODD বাংলা ডেস্ক: আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু! আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। চারিদিকে পুজো-পুজো গন্ধ। সকাল থেকে গঙ্গার ঘাটে তর্পণ করতে উপচে পড়ছে মানুষের ঢল। কার্যত মহালয়া থেকেই শুরু হয়ে যায় শহর কলকাতার দুর্গাপূজা। ১৪২৯ বঙ্গাব্দ বা ইংরেজি ২০২২ সালের মহালয়া রবিবার। হিসেবমতো তার পর থেকেই শুরু হয়ে গেল দুর্গাপুজো।মহালয়ার সকাল থেকে কলকাতা সহ জেলার একাধিক ঘাটে ঘাটে উপচে পড়েছে ভিড়। পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ। প্রশাসনের তরফে ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। কলকাতার বিভিন্ন ঘাটে মোতায়েন কলকাতা পুলিশ, রিভার ট্রাফিক পুলিশ। কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কলকাতা পুলিশ।
Post a Comment