আচমকাই অসুস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, ভর্তি SSKM-এ
ODD বাংলা ডেস্ক: আচমকাই গুরুতর অসুস্থ হুমায়ুন কবীর। নিজের অফিসে বসে কাজ করতে করতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটলে প্রাক্তন মন্ত্রীকে কলকাতায় এনে এসএসকেএম-এ ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন হুমায়ুন কবীর।জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের নিজের অফিসে বসে তেলেভাজা জাতীয় কিছু খাবার খেয়েছিলেন ডেবরার বিধায়ক । এরপরই আচমকা শরীরে অস্বস্তি বোধ করেন তিনি। গুরুতর অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি ডেবরারই সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তৃণমূল কর্মী সমর্থকেরা। কিন্তু কয়েকঘণ্টা পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতা নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। রাত্রি প্রায় ১১ নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন হুমায়ুন কবীর। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
Post a Comment