পরকীয়া করলেই বইতে হবে আমৃত্যু খরচ, হবু বরের সঙ্গে তরুণীর চুক্তি
ODD বাংলা ডেস্ক: হবু স্বামী যাতে ভবিষ্যতে বিয়ে-বহির্ভূত কোনও সম্পর্কে জড়ানোর আগে অন্তত একবার চিন্তা-ভাবনা করেন, সেটি নিশ্চিতে অদ্ভূত চুক্তি করেছেন এক তরুণী। অনৈতিক সম্পর্কে জড়ালে সারাজীবন চায়লিনের সব খরচ চালাতে হবে স্বামীকে, এমন শর্তে হবু বরকে আইনি চুক্তিতে স্বাক্ষর করিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের আইডাহোর চায়লিন মার্টিনেজ নামের এক তরুণী পাগলাটে এমনই কাণ্ড করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটকে চায়লিনের একটি পোস্ট এরই মধ্যে ভাইরাল হয়েছে।
এতে দেখা গেছে, যেখানে হবু স্বামীর সঙ্গে ঐ চুক্তির বিস্তারিত বলেছেন তিনি। এরই মধ্যে ভিডিওটি দেখেছেন ৭০ লাখের বেশি মানুষ। আর লাইক দিয়েছেন ১৯ লাখ।
চুক্তি অনুযায়ী, অন্য কোনো নারীর সঙ্গে যদি সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে চায়লিনের সারাজীবনের ভরণপোষণের সব ব্যয় চালাবেন স্বামী। আর এই শর্তে সায় রয়েছে হবু স্বামীরও, চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি।
টিকটকে সালামি কুইন নামে পরিচিত চায়লিন মার্টিনেজ ভিডিওতে বলেন, আমার হবু বর মাত্রই একটি আইনি চুক্তিতে স্বাক্ষর করেছেন। আমরা একটি চুক্তিতে পৌঁছেছি যে, প্রতারণা করলে আমার ব্যয় বহন করতে হবে তাকে।
আইডাহোর বোইস এলাকার বাসিন্দা এই তরুণী ভিডিওতে বলেন, যদি হবু বর আমার সঙ্গে প্রতারণা করেন, তাহলে তাকে অনুতপ্ত হতে হবে। ভিডিওর শেষে চায়লিন বলেন, আমি অনেক স্মার্ট নাকি পাগলাটে, তা জানি না।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মনোবিদরা চায়লিনের এমন কাণ্ডে ইতিবাচক মন্তব্য করেছেন। মার্টিনেজের বিশ্বাসঘাতকতা চুক্তির প্রশংসা করে একজন মনোবিদ কমেন্টে লিখেছেন, ‘আপনি স্মার্ট এবং শক্তিশালী।’ অন্য একজন লিখেছেন, এটি এখন পর্যন্ত শোনা সবচেয়ে স্মার্ট একটি বিষয়।
Post a Comment