করোনাকালে সর্বাধিক আত্মহত্যা দেশে, প্রকাশ্যে চমকে ওঠার মতো সরকারি রিপোর্ট
ODD বাংলা ডেস্ক: করোনা আবহে দফায় দফায় লকডাউন, কাজ হারিয়েছে অসংখ্য মানুষ। বেড়েছে মানসিক অবসাদ। ২০২১ সালে আত্মহত্যার পরিসংখ্যান চমক দেওয়ার মত। সরকারি হিসেব বলছে শুধুমাত্র ২০২১ সালে ১.৬৪ লক্ষের বেশি মানুষ আত্মঘাতী হয়েছেন দেশে। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট বলছে ২০২১ সালে ১.৬৪ লক্ষের বেশি মানুষ আত্মঘাতী হয়েছেন। দৈনিক হিসেব করলে সংখ্যাটা দাঁড়ায় ৪৫০। অর্থাৎ প্রতিদিন ৪৫০ জন করে আত্মঘাতী হয়েছেন। তার থেকেও ছোট করে হিসেব করলে প্রতি ঘণ্টায় ১৮ জন করে আত্মহত্যা করেেছন। অবসাদই যে তার একমামত্র কারণ তা নয়। এর নেপথ্যে একাধিক কারণ রয়েছে। সংখ্যার হিসেবে আরও ভাগ করলে ১.৬৪ লক্ষ আত্মহত্যার মধ্য পুরুষের সংখ্যা ১.১৯ লক্ষ। আর মহিলার সংখ্যা ৪৫.০২৬। আর ট্রান্সজেন্ডারের সংখ্যা ২৮।
Post a Comment