মানব উন্নয়ন সূচকে পতন, র্যাঙ্কিংয়ে এক ধাপ নামল ভারত
ODD বাংলা ডেস্ক: মানুষের অগ্রগতি তুলে ধরতে জনস্বাস্থ্য, শিক্ষা ও আয়ের তথ্য বিশ্লেষণ করে ইউএনডিপির মানব উন্নয়ন সূচক তৈরি করে রাষ্ট্রপুঞ্জ। ২০২১ সালের প্রকাশিত ক্রমতালিকা অনুযায়ী, ১৮৯টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩২ এ। ২০২০ সালে ভারতের স্থান ছিল ১৩১। এই সূচক স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মানের নিরিখে তৈরি হয়। তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ড। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের এমন পতন নিয়ে উদ্বেগ বজায় রইল। শ্রীলঙ্কা (৭৩তম স্থানে), চিন (৭৯ তম), ভুটান (১২৭ তম) এবং বাংলাদেশ (১২৯ তম) স্থানে রয়েছে এই তালিকায়। অর্থাৎ ভারতের পড়শি দেশও ক্রমতালিকায় এগিয়ে।
Post a Comment