প্রধানমন্ত্রীর হাত ধরে জলে ভাসল দেশে তৈরি প্রথম রণতরী INS Vikrant

ODD বাংলা ডেস্ক: ভারতের মুকুটে আরও এক পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হল দেশে তৈরি প্রথম রণতরী INS বিক্রান্তের যাত্রা। ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া বিমানবাহী এই যুদ্ধজাহাজকে তুলনা করা হয় একটি শহরের সঙ্গে।আইএনএস বিক্রান্তে ১ হাজার ৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা আছে। ঠিক কত বড় এই জাহাজ, তা বোঝাতে নৌসেনা জানিয়েছে, পরপর দু’টি ফুটবল মাঠকে জুড়ে দিলে যে পরিমাণ জায়গা তৈরি হয় তত বড় রণতরীটি। লম্বায় তা ১৮ তলা বাড়ির সমান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.