কয়লা-কাণ্ডে ভবানী ভবনে নয়, হাইকোর্টে যেতে পারেন জিতেন্দ্র তিওয়ারি

ODD বাংলা ডেস্ক: কয়লা পাচার-কাণ্ডে শুক্রবার ভবানী ভবনে (সিআইডির দফতর) হাজিরা দিচ্ছেন না আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। হাজিরা না দেওয়ার কথা চিঠি মারফত জানিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র। পাশাপাশি, এই মামলায় তাঁকে কেন ডাকা হচ্ছে, এ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবেন বলে বিজেপি নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।আদতে যে অঞ্চলের মামলা, সেটি রানিগঞ্জ এলাকার। ফলে সেখানকার রাজনৈতিক নেতা, বিধায়ক, সাংসদ, প্রশাসনিক কর্তাদের না ডেকে কেন জিতেন্দ্রকে ডাকা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। জিতেন্দ্রের ভাবমূর্তি নষ্ট করতেই সিআইডি তলব বলে মনে করছেন বিজেপি নেতার ঘনিষ্ঠরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.