পুজোর আগেই জোকা-তারাতলা মেট্রো শুরু, বৃহস্পতিবার থেকেই ট্রায়াল রান


ODD বাংলা ডেস্ক: জোকা থেকে তারাতলা মেট্রো ট্রায়াল রান আগামীকাল, বৃহস্পতিবার থেকে। অবসরপ্রাপ্ত নন এসি রেক দিয়ে হবে এই ট্রায়াল রান। পুজোর আগেই পরিষেবা চালু করতে চায় রেল। নোয়াপাড়া কারশেডে করা হয়েছে নন এসি মেট্রো রেকের পরীক্ষা। সরাসরি নর্থ-সাউথ মেট্রোর সঙ্গে লাইনে সংযুক্ত নয় জোকা-বিবাদী বাগ লাইন। তাই লরিতে করে পাঠানো হয়েছিল রেক জোকায়। জোকা থেকে তারাতলা অবধি হবে ট্রায়াল রান। ইতিমধ্যেই লাইন বসানো হয়েছে এই অংশে। আগামী বছর জোকা থেকে তারাতলা মেট্রো পূর্ণ মাত্রায় চালু করার লক্ষ্য নিয়েছে রেল।আত্মনির্ভর প্রকল্পে প্রথম কাজ শুরু হয়েছিল কলকাতা থেকে। শুরু হয়েছিল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পে লাইন পাতার কাজ। ইউরোপ নয়, ছত্তিসগড় থেকে কলকাতায় এসে পৌছেছিল ইস্পাতের রেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.