আইসক্রিমওয়ালাদের সংখ্যা নির্দিষ্ট করল দিল্লি পুরসভা
ODD বাংলা ডেস্ক: রাজপথের নাম বদলে ‘কর্তব্য পথ’ করার পাশাপাশি সেখানকার জন্য নতুন নিয়ম চালু করল নয়াদিল্লি পুরসভা। ‘কর্তব্য পথে’ কত জন ফেরিওয়ালা বিক্রিবাটা করতে পারবে, বুধবার সে সংখ্যাও বেঁধে দিল তারা। বুধবার একটি নির্দেশিকায় নয়াদিল্লির পুরপরিষদ (এনডিএমসি) জানিয়েছে, ‘কর্তব্য পথের’ ছ’টি জায়গা থেকে সর্বোচ্চ ৯০ জন আইসক্রিম বিক্রেতা বসতে পারবেন। সেই সঙ্গে জল বিক্রির করার ট্রলি নিয়ে ৩০ জনকে সেখানে বসার অনুমতি দেওয়া হবে।পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় জানিয়েছেন, ‘‘প্রতিটি ভেন্ডিং জোনে সর্বোচ্চ ১৫টি আইসক্রিম ট্রলি এবং পাঁচটি জলের কিসস্ক থাকবে। সুতরাং, সব মিলিয়ে ১২০টি ট্রলি ছ’টি ভেন্ডিং জোরে রাখা যেতে পারে।’’
Post a Comment