মাত্র ২ বছর বয়সেই ওয়ান্ডার বুক অফ রেকর্ডসে কেরালার সিরিকি বিদ্যাধরী

ODD বাংলা ডেস্ক: বয়স মাত্র দুই বছর। এইটুকু বয়সে মুখে সবেমাত্র আদো আদো বুলি ফোটে অন্য শিশুদের। অথচ, এই বয়সেই অসাধারণ স্মৃতি শক্তির জন্য ওয়ান্ডার বুক অফ রেকর্ডসে নিজের নাম খোদাই করে ফেলল সিরিকি। কেরালার ভাইজাগের মুরালি নগরের বাসিন্দা সিরিকি বিদ্যাধরী। মেয়ের স্বীকৃতিতে আপ্লুত বাবা-মা।দুই বছর বয়সী সিরিকি সহজেই সমস্ত ভারতীয় রাজ্য ও রাজধানীর নাম বলতে পারে। নয় ধরনের আকার, শরীরে অঙ্গ-প্রত্যঙ্গ, ফল, ফুল ও সবজির নামও বলতে পারে সে। বিভিন্ন ধরনের যানবাহন, পাখি, প্রাণীর নাম বলতেও সমানভাবে সাবলীল। সনাক্ত করতে পারে ১ থেকে ১০ বর্ণমালা এবং জাতীয় প্রতীকগুলিও।এছাড়াও পাঁচ ধরনের যোগাসনও করতে পারে ২ বছর বয়সী ওই শিশু। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.