নজরকাড়া লুকের Kia Sonet X-Line গাড়ি লঞ্চ হল ভারতে


ODD বাংলা ডেস্ক:  সনেট সাব-কম্প্যাক্ট SUV-র একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হল কিয়া। সেই টপ অফ দ্য লাইন ভ্যারিয়েন্টের নাম কিয়া সনেট এক্স-লাইন। নতুন গাড়িটির দাম ভারতে শুরু হচ্ছে 13.39 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। গাড়ির এক্কেবারে হাই-এন্ড মডেলটির দাম 13.99 লাখ টাকা (এক্স-শোরুম)। বর্তমানেপ চালু ভ্যারিয়েন্ট সনেট GTX+ এর ঠিক উপরেই থাকছে সনেট X-Line ভ্যারিয়েন্টটি। স্পোর্টি সনেট X-Line গাড়িটির ম্যাটে গ্রাফাইট এক্সটিরিয়ার পেইন্ট কালার, স্প্লেনডিড সেজ ডুয়াল টোন ইন্টিরিয়ার থিম এবং ক্রিস্টাল-কাট অ্যালয় ও তার সঙ্গে ব্ল্যাক হাই গ্লস দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.