চোখ রাঙাচ্ছে বর্ষাসুর, পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস!
ODD বাংলা ডেস্ক: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে উৎসবের মরশুম। আর এর মধ্য়েই সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। পুজোর দিনগুলিতে কোনও ভারী দুর্যোগের আশঙ্কা নেই। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। প্রতিপদের সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। মেঘ-রোদের লুকোচুরি চলবে। কিন্তু, দিনভর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে এই মুহূর্তে কোনও ঘূর্ণাবর্ত নেই। তাই পুজোর মুখে বা উৎসবের দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দু'এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।
Post a Comment