নিম্নচাপের জেরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে ভাসবে উইকএন্ড
ODD বাংলা ডেস্ক: পুজোর আর মাত্র হাতে গোনা দিন বাকি। রবিবারের সন্ধ্যায় ব্যাগ হাতে গড়িয়াহাট কিংবা নিউ মার্কেটে ঢুঁ মারবেন ভেবেছিলেন? আপনার উইকএন্ড প্ল্যানিং অনায়াসেই ভেস্তে দিতে পারে আবহাওয়ার আপডেট। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কলকাতায়। অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। নিম্নচাপ এবং ভরা কোটালের জোড়াফলায় আগামী কয়েকদিন বাংলায় ঘোর দুর্যোগের আশঙ্কা।একদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে। ধেয়ে আসছে স্থলভাগের দিকে। অন্যদিকে, রয়েছে ভরা কোটাল। ফলে এই দুইয়ের জোড়া ফলায় দুর্যোগ হবে বঙ্গে।
Post a Comment