পুজোয় হুডখোলা বাসে ঘুরে বেড়ান গোটা শহর, ভাড়া এক্কেবারে নাগালে


ODD বাংলা ডেস্ক: পুজো প্রায় এসেই গেল। সূচনা হয়ে গিয়েছে দেবীপক্ষের। এমন উৎসবের মেজাজে গা ভাসাতে মানুষের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন বিশেষ পরিষেবা। বিদেশের ধাঁচে হুডখোলা বাসে সিটি ট্যুর অভিনব বিষয় তো বটেই।

আগামী ২৭ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২টায় এই বাস পরিষেবার উদ্বোধন করবেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। ক্যাথিড্রাল রোড অর্থাৎ রবীন্দ্র সদন থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, সেন্ট জোনস চার্চ, ডেকারর্স লেন হয়ে বাস যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট পর্যন্ত। কলকাতার দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে ফেলা যাবে এই বাসেই।

সোমবার বাদে প্রতিদিন বেলা ১১ ও বেলা ১২টায় রবীন্দ্র সদনের সামনে থেকে ছাড়বে বাস দুটি। পরিষেবা মিলবে সন্ধে ৬টা পর্যন্ত।বাসের ভাড়া মাত্র ৫০ টাকা। এত সস্তায় কলকাতা ঘোরার সুযোগ ভাবনাতীত। বাসের উপরের হুডখোলা ডেকে রয়েছে ১২টি আসন। উপরে বসা যাত্রীদের জন্য রয়েছে রোদ-বৃষ্টি থেকে বাঁচতে ছাতার ব্যবস্থা। নীচের ডেকে রয়েছে ১৪ টি আসন। এই বাসে দাঁড়ানো কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ আসন ফাঁকা থাকলেই ওঠা যাবে বাসে।এক টিকিটেই পুরো রুট ঘোরা যাবে আবার বাসযাত্রার যেকোনও স্টপেজ থেকেই বাসে ওঠা ও নামা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.