ভিড় নিয়ন্ত্রণ থেকে যানজটে লাগাম, পুজো নিয়ে পুলিশের একগুচ্ছ পরিকল্পনা
ODD বাংলা ডেস্ক: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই কলকাতা শহরে নামতে চলেছে জনজোয়ার। আর সেই ভিড় নিয়ন্ত্রণে এবার প্রথম থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতা পুলিশ। এই নিয়ে রবিবার জরুরি বৈঠক করেন লালবাজারের কর্তারা। ইতিমধ্যেই একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।আগমী ৩০ সেপ্টেম্বর পঞ্চমী। ওইদিন থেকেই শহরের একাধিক পুজো মণ্ডপগুলি জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে। ফলে ষষ্ঠী, সপ্তমীর আগেই মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পরার সম্ভাবনা। আর তাই ভিড় নিয়ন্ত্রণে লালবাজারের তরফে বাড়তি ব্যবস্থা করা হবে। রবিবার বিড়লা সভাঘরে আয়োজিত বৈঠকে পুজো কমিটিগুলোর সঙ্গে এই মর্মে আলোচনা সারেন পুলিশ আধিকারিকরা। বড় পুজোগুলি সংলগ্ন রাস্তায় বাড়তি পুলিশ কর্মী মোতায়েন করার কথা বলা হয়েছে।
Post a Comment