অযোধ্যায় ৪০ ফুটের বীণা, জন্মদিনে 'লতা দিদি'-কে স্মরণ নরেন্দ্র মোদীর


ODD বাংলা ডেস্ক: অযোধ্যায় সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে ৪০ ফুটের বীণা। বুধবার ভারতরত্ন শিল্পীর ৯৩-তম জন্মদিনে তাঁর নাম উদ্বোধন করা হবে লতা মঙ্গেশকর চক। ভার্চুয়ালি অযোধ্যার অনুষ্ঠানে উপস্থিক থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগেই সকালে প্রয়াত কিংবদন্তী শিল্পীর স্মৃতির উদ্দেশে টুইট প্রধানমন্ত্রীর। সেই টুইটেই অযোধ্যার এই বীণা সুর সম্রাজ্ঞীকে উৎসর্গ করার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী। মৃত্যুর পর প্রথম জন্মদিনে দেশজুড়ে অনুরাগীরা শ্রদ্ধায় স্মরণ করছেন লতা মঙ্গেশকরকে। তার মধ্যেই বিশেষ আয়োজন উত্তরপ্রদেশের অযোধ্যায়। প্রধানমন্ত্রীর কথায়, যা দেশের এক শ্রেষ্ট সন্তানের প্রতি যোগ্য শ্রদ্ধাঞ্জলী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.