কয়েক হাজার কোটি টাকার মালিক স্বয়ং ভগবান, মিলল তিরুপতি মন্দিরের মোট সম্পত্তির হিসাব
ODD বাংলা ডেস্ক: হাজার হাজার কোটির সম্পত্তি! তা-ও আবার খোদ ঈশ্বরের! এই দেবতার সম্পত্তির পরিমাণ জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরের পরিচালন পর্ষদ ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (টিটিডি) মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে তথ্য পেশ করেছে। সারা ভারতে টিটিডি-র সম্পত্তির পরিমাণ কম নয়।টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি জানিয়েছেন, মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ ৮৫ হাজার ৭০৫ কোটি টাকা। তিনি আরও জানিয়েছেন, ১৯৭৪ সাল থেকে ২০১৪ সালের মধ্যে বিভিন্ন সরকারের আমলে টিটিডির বিভিন্ন অছি পরিষদ ১১৩টি সম্পত্তি বিক্রি করেছে।
Post a Comment