জেনারেল রাওয়াতের মৃত্যুর ৯ মাস পর ভারত পেল নতুন CDS

ODD বাংলা ডেস্ক: বুধবার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান কে ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস পদে নিযুক্ত করা হল। জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাস পর নতুন চিফ অব ডিফেন্স স্টাফ পেল ভারত। ২৮ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র জানিয়েছে, ‘দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত’ ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিবের দায়িত্বও সামলাবেন তিনি।২০২০ সালের জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত। ২০২১ সালের ডিসেম্বরে তামিলনাড়ুতে এক সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল জেনারেল রাওয়াত এবং তাঁর স্ত্রীর। তারপর থেকে ভারতের সামরিক বাহিনীর এই সর্বোচ্চ পদটি ফাঁকাই ছিল। সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা বাহিনী – তিনটি পরিষেবার মধ্যে সামঞ্জস্য নিয়ে আসার জন্য এই নয়া পদটি তৈরি করা হয়েছিল৷ চিফ অব ডিফেন্স স্টাফ পদাধিকার বলে চিফ অব স্টাফ কমিটির স্থায়ী চেয়ারম্যান এবং প্রতিরক্ষামন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টাও বটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.