দেশের সেরা বাংলা, পড়ুয়াদের বিশেষ স্বীকৃতিতে টুইট গর্বিত মুখ্যমন্ত্রীর


ODD বাংলা ডেস্ক: দেশের মধ্যে ফের একবার এগিয়ে বাংলা। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আন্তর্জাতিক স্তরে ন্যূনতম দক্ষতার মাপকাঠিকেও ছাড়িয়ে গেল বাংলার ছাত্রছাত্রীরা। National Council of Educational Research and Training (NCERT)-এর সমীক্ষা বলছে দেশের মধ্যে এই মাপকাঠিতে সবার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। আর এই গর্বের মুহূর্তের কথা শেয়ার করে টুইট করলেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লেখেন, "অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে আমি জানাচ্ছি দেশের মধ্যে ফের এক নম্বর স্থান অধিকার করেছে বাংলা। আন্তর্জাতিক স্তরে ন্যূনতম দক্ষতার মাপকাঠিকে ছাপিয়ে গিয়েছে বাংলার ছাত্রছাত্রীরা। দেশের মধ্যে এই দক্ষতার তালিকায় সেরা এ রাজ্যের পড়ুয়ারা। এক অনন্য নজির গড়েছে তারা। সকল ছাত্রছাত্রীকে, তাদের অভিভাবক এবং শিক্ষামহলকে আমার আন্তরিক অভিনন্দন।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.