শিক্ষক দিবসে শিক্ষারত্ন দেবেন মমতা


ODD বাংলা ডেস্ক: এবারের শিক্ষক দিবসের অনুষ্ঠানেও থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা থেকে জল্পনা শুরু হয়েছে শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে কি রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে নয়া কোনও ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী? তবে  এদিন রাজ্যের মোট ৬১ জন শিক্ষক - অধ্যাপিকাকে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে দশ জন শিক্ষক - অধ্যাপিকাকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বাকি ৫১ জন শিক্ষক অধ্যপিকাকে বিভিন্ন জেলা থেকে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন বিভিন্ন জেলার জেলাশাসকরা।স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, কৃতি পড়ুয়াদের সংবর্ধনা হিসেবে ল্যাপটপ, ঘড়ি, মানপত্র এবং ১২টি বই দেওয়া হবে। যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইও থাকছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আটটি বই থাকবে পড়ুয়াদের উপহারের মধ্যে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.