'সঙ্গ দোষে মানুষ ফ্রাস্ট্রেশনে চলে যায়', কার উদ্দেশ্যে বললেন মমতা?
ODD বাংলা ডেস্ক: শিক্ষক দিবসের অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম না করে এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনা নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর আর্জি, যে কোনও একজন অসৎ মানুষকে দিয়ে গোটা দলকে বিচার না করার। অনুষ্ঠানের মঞ্চে মমতা বলেছেন, 'একটা খারাপ মানুষ, একটা খারাপ কাজ করল, তাঁর জন্য পুরো সমাজকে কুৎসা করে ক্ষোভ উগরে দিলাম। সবাইকে এক জায়গায় ফেলে দেওয়া, সেটা ঠিক হয় না। কখনও ভাল মানুষ বিপথে পরিচালিত হন। সঙ্গ দোষে, ফ্রাস্ট্রেশনে চলে যান। তাঁদের আমাদেরই ভালো মানুষে পরিণত করতে হবে।'। এই মন্তব্যেই রাজনৈতিক মহলের ধারণা, পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গেই বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।
Post a Comment