তৃণমূলে মমতা-অভিষেক দ্বন্দ্বের জল্পনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, বুঝিয়ে দিলেন দলের নীতি


ODD বাংলা ডেস্ক: বিরোধীরা বলে আসছেন, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই চলছে। কলকাতায় ‘নতুন তৃণমূল’ হোর্ডিং পড়ার পরেও জোর চর্চা শুরু হয় বিরোধী শিবিরে। পরে উত্তর কলকাতায় এমন হোর্ডিং দেখা যায়, যেখানে লেখা ছিল, ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’। এটা নিয়েও বিরোধীরা ‘পিসি-ভাইপো’ লড়াইয়ের দাবি তোলে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মী সম্মেলনে মমতা স্পষ্ট করে দেন যে, দলে কারও সঙ্গে কারও লড়াই নেই। অভিষেকের বক্তব্যেও সেই ছোঁয়া ছিল। অভিষেক বলেন, ‘‘এই দলে কোনও লবি নেই। একটাই লবি। মমতার লবি। যিনি বুক চিতিয়ে লড়াই করবেন, বলবেন মমতা জিন্দাবাদ, তাঁকে দল সম্মান দেবে।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.