নিয়োগ কমিটির অনুমতি ছাড়া কোনও চাকরি নয়', প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ODD বাংলা ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নিয়োগ নিয়ে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্রের খবর এমনটাই। নিয়োগ কমিটির অনুমতি নিয়েই স্থায়ী এবং অস্থায়ী নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে জানানো হয়।জানা গিয়েছে, এদিন নিয়োগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দফতরের মন্ত্রীদের উদ্দেশ্য করে বলেন অনুমতি ছাড়া কোনও স্থায়ী বা অস্থায়ী নিয়োগ পত্র দেওয়া যাবে না। নিয়ম মেনে করতে হবে নিয়োগ। স্থায়ী এবং অস্থায়ী সবক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। যে কোনও নিয়োগ করতে হলেই প্রথমে নির্দিষ্ট কমিটির অনুমতি নিতে হবে।
Post a Comment