বাংলায় চালু হচ্ছে উৎসাহ প্রকল্প, নজরে ক্ষুদ্র শিল্প ও ব্যবসা


ODD বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় চালু হচ্ছে আরও এক নতুন প্রকল্প যা রাজ্যের ক্ষুদ্র শিল্প ও ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থানের নয়া দরজা খুলে দিতে চলেছে। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মাধ্যমে আনা এই নয়া প্রকল্পের নাম, ‘উৎসাহ প্রকল্প’। এই প্রকল্পের আওতায় মাছ, মাংস, দুধ, পোলট্রি, বেকারি, কেক-পেস্ট্রি, মশলা, চালকল, গমকল, তেলকল, ডাল, আনাজপাতি, ফল, মধু, মাশরুমসহ যেকোনও খাদ্যদ্রব্য বা উদ্যানপালন সম্পর্কিত ব্যবসা বা ক্ষুদ্র শিল্পের জন্য ব্যবসায়ী ও ক্ষুদ্র শিল্পপতিদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সব থেকে বড় কথা এই প্রকল্প যে আর্থিক সাহায্য করা হবে তা বছরের পর বছর ধরে ধাপে ধাপে কিস্তিতে দেওয়া হবে না, বরঞ্চ তা ব্যবসা বা ক্ষুদ্র শিল্পের সূচনাকালেই দুই দফায় দিয়ে দেওয়া হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.