নজরে কর্মীদের মানসিক স্বাস্থ্য, উৎসবের মরশুম ফুরোলেই টানা ১১ দিন ছুটি ঘোষণা সংস্থার

ODD বাংলা ডেস্ক: আমজনতার কাছে উৎসবের মরশুম মানে ছুটির দিন।তবে অনেকের কাছে কিন্তু এটাই উপার্জনের সময়। ছুটি তো দূর, কাজের ব্যস্ততা এইসময়েই থাকে বেশি। বিশেষত শাড়ি-জামা-জুতোর ব্যবসায় এই দেড়-দু’মাস সময় হল মাহেন্দ্রক্ষণ। স্বভাবতই ই-কমার্স  সংস্থা Meesho-র কর্মীরাও এই সময় থাকেন চূড়ান্ত ব্যস্ত। কিন্তু সংস্থাটি কর্মীদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে কাজ ফুরোলে অক্টোবরের শেষে লম্বা ১১ দিনের ছুটি ঘোষণা করল। গতকাল সংস্থার অন্যতম কর্ণধার সঞ্জীব বার্নওয়াল সোশ্যাল মিডিয়ায়  কর্মীদের উদ্দেশে এই ছুটির কথা জানান।মিশোর তরফে বলা হয়েছে, উৎসবের মরশুমে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে কর্মচারিদের। ফলে তাঁদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে মরশুম ফুরোতেই কর্মব্যস্ততা থেকে দূরে সরানো হবে, তার জন্যই একটানা লম্বা ছুটির ব্যবস্থা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.