‘মোদীর বিরুদ্ধে মুখ না খুললে আমাকেই উপরাষ্ট্রপতি করা হত’, বিস্ফোরক মেঘালয়ের রাজ্যপাল
ODD বাংলা ডেস্ক: জগদীপ ধনকড় নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লাগাতার মুখ না খুললে ভারতের উপরাষ্ট্রপতি করা হত তাঁকেই। ফের বিস্ফোরক দাবি করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। তাঁর দাবি, বিজেপির অন্দরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার মুখ খোলার জেরেই উপরাষ্ট্রপতি করা হয়নি তাঁকে। শুধু তাই নয়, মেঘালয়ের রাজ্যপাল পদে থাকা সত্ত্বেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসা করেছেন মালিক।মালিক এদিন বলেন,”আমাকে আগে থেকেই ইঙ্গিত দেওয়া হচ্ছিল, মোদির বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিলেই আমি উপরাষ্ট্রপতি হতে পারব। কিন্তু সেটা আমি শুনিনি। আমার যা মনে আসে সেটাই বলি।”
Post a Comment