ছেলেমেয়েরা ‘খারাপ’ হয়ে যাচ্ছে, এই যুক্তিতে পাবজি, টিকটক নিষিদ্ধ করছে তালিবান সরকার

ODD বাংলা ডেস্ক: মোবাইল গেম, নেটমাধ্যম বিপথে নিয়ে যাচ্ছে আফগানিস্তানের যুবসমাজকে। এই যুক্তি দিয়ে পাবজি, টিকটক ইত্যাদি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল তালিবান সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী তিন মাসের মধ্যে এমন বেশ কয়েকটি অ্যাপ নিষিদ্ধ হতে পারে আফগানিস্তানে।এই দুই অ্যাপ নিষিদ্ধ করার কথা আগেও বলেছেন তালিবান শাসক। তাঁদের যুক্তি, এ সব ব্যবহার করে খারাপ হয়ে যাচ্ছে যুব সমাজ। সম্প্রতি তালিবান মুখপাত্র ইনামুল্লা সমনগানি জানিয়েছেন, যুবসমাজকে বাঁচানোর জন্য টিকটক এবং পাবজি নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি। আফগানিস্তানের নিরাপত্তা দফতরের প্রতিনিধি এবং শরিয়ত আইন বিশেষজ্ঞদের আলোচনা হয়েছে। তার পরই তালিবান সরকার এই অ্যাপ নিষিদ্ধকরণের পথে হাঁটছে। আগামী ৯০ দিনের মধ্যেই নাকি কার্যকর হবে সিদ্ধান্ত। ইতিমধ্যে তালিবান সরকার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.