‘এত টাকা আমি কখনও দেখিনি, কামাতেও পারলাম না’, পার্থ-কাণ্ডে তৃণমূলকে খোঁচা মিঠুনের
ODD বাংলা ডেস্ক: দুর্গাপুজোর আগে কলকাতায় এসে ‘ঠিক সময় পাঞ্চ’ মারার বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী। গত বছর নীলবাড়ির লড়াই-পর্বে বিজেপির তারকা প্রচারক শনিবার হেস্টিংসে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমি এমন এক জন ফাইটার, যাকে ন’বার বক্সিং রিংয়ের নক-আউট করে দেওয়া হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির পলিটিক্স ন’বার ফেলে দিয়েছিল। কিন্তু দশ গোনার আগে উঠে পড়ি। তার পর যে লাস্ট পাঞ্চটা মেরেছি আর ওঠেনি।’’কিন্তু সেই পাঞ্চটা তিনি কবে মারবেন? প্রশ্নকর্তাকে মহাগুরুর পাল্টা প্রশ্ন, ‘‘আপনি কি রাজনীতির কথা বলছেন?’’ ইতিবাচক জবাব শুনে মহাগুরুর জবাব, ‘‘আমি তো বিজেপির মুখপাত্র নই।’’ তবে মিঠুন জানিয়েছেন, ফাইটার হতে গেলে প্রস্তুত থাকতে হবে। আঘাত খাবেন, আঘাত দেবেন। যার শারীরিক এবং মানসিক শক্তি, শেষ পর্যন্ত তিনিই জিতবেন।
Post a Comment