অর্থের প্রেমে পড়েন এরা, সঙ্গীর মন নয় তা আয় দেখে সম্পর্কে জড়ান এই চার রাশি

 




ODD বাংলা ডেস্ক: প্রেম নিয়ে সকলে মনের ভাবনাতেও আছে তফাত। আজ রইল এমনই এক ভাবনার কাহিনি। রইল চার রাশির কথা। এদের প্রেম শুরু হয় বিপরীতে থাকা মানুষটির আয় দেখে। চিনে নিন এই চার রাশিকে। 


প্রেম নিয়ে সকলের আলাদা আলাদা মানসিকতা। কেউ ব্যক্তির রূপ দেখেন, কেউ দেখেন মন তেমনই কেউ দেখে অর্থ। প্রতিটি মানুষের জীবনে হয়েছে প্রেম নিয়ে আলাদা আলাদা কাহিনি। কারও প্রেম টিকে থাকে তো কারও ভেঙে যায়। কারও প্রেম পরিণতি পায় তো কারও জীবনে বিরহের কাহিনি থাকে। প্রেম নিয়ে সকলে মনের ভাবনাতেও আছে তফাত। আজ রইল এমনই এক ভাবনার কাহিনি। রইল চার রাশির কথা। এদের প্রেম শুরু হয় বিপরীতে থাকা মানুষটির আয় দেখে। চিনে নিন এই চার রাশিকে। 


বৃষ রাশি

প্রেম ও অর্থের মধ্যে কোনও একটি বেছে নিতে হলে এরা সব সময় অর্থকে বেছে নেন। এরা মনের মানুষ খোঁজার সময়ও ব্যক্তির আয় দিয়ে তাকে বিচার করে থাকেন। এমন মানুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চান যাদের আয় বেশি। এরা ভবিষ্যত সুরক্ষিত করতে চান।   


মকর রাশি

সর্বদা নিজের ভবিষ্যত সুরক্ষিত করতে চান এরা। এই রাশির ছেলে মেয়েরা দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের চেষ্টা করে থাকেন। এরা আবেগহীন ধরনের মানুষ হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা প্রেমের থেকে অর্থের দিকে বেশি আগ্রহ প্রকাশ করেন। এরা এমন ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়াতে চান যারা ভালো আয় করে থাকেন।    


বৃশ্চিক রাশি

বাস্তববাদী মানুষ হন এরা। অর্থ ও বিলাসিতা এদের পছন্দ। এই রাশি ছেলে মেয়েদের আবেগ কম হয়। এরা বাস্তববাদী মানুষ হয়ে থাকেন। এরা এমন ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়াতে চান যারা ভালো টাকা আয় করে থাকেন। এরা জীবনে অতিরিক্ত কিছু আশা করেন সব সময়। 


ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা খুবই স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। তবে, এরা অর্থের প্রতি খুবই আকৃষ্ট হন। ভবিষ্যত সুরক্ষিত করতে চান এরা। এই রাশির ছেলে মেয়েরা এমন সঙ্গী খোঁজেন যারা ভালো আয় করে। ব্যক্তির ব্যাঙ্ক ব্যালেন্স দেখে তার প্রেমে পড়েন ওরা। 


শাস্ত্র ১২টি রাশির উল্লেখ আছে। মেষ থেকে মীন এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে এই সকল রাশির মানুষের মধ্যে আছে এমন তারতম্য। সেই অনুসারে এই চার রাশি অন্যদের থেকে ভিন্ন। অর্থের প্রেমে পড়েন এরা, সঙ্গীর মন নয় তা আয় দেখে সম্পর্কে জড়ান এই চার রাশি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.