চেঙ্গিসের দেশে রাজনাথ, উপহারে পাওয়া ‘সাদা ঘোড়া’-র নাম দিলেন ‘তেজস’
ODD বাংলা ডেস্ক: চিন থেকে শুরু করে মধ্য এশিয়া। ঘোড়া ছুটিয়েই পৃথিবীর একটা বড় অংশ দখল করে ফেলেছিলেন তিনি। খ্রীষ্টীয় ১৩ শতাব্দীর অন্যতম মহান মঙ্গল সম্রাট চেঙ্গিস খানের দেশে প্রথমবার পা পড়ল কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর। আর সেখানে গিয়ে উপহার হিসেবে পেলেন রাজকীয় ‘সাদা ঘোড়া’। যা নিয়ে উচ্ছ্বসিত রাজনাথ সিং। প্রসঙ্গত, চিনের সঙ্গে সংঘাতের আবহে মঙ্গোলিয়া ও জাপান সফরে গিয়েছেন তিনি। এই দুই দেশের সঙ্গেই চিনের সম্পর্ক একেবারেই ভাল নয়। তাই মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের থেকে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘সাদা ঘোড়া’ উপহার পাওয়াটা তৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সাদা ঘোড়ার নামকরণ করেন 'তেজস'।
Post a Comment