'অনুব্রত মণ্ডলের পাশে থাকাটা নৈতিক কর্তব্য', বীরভূমের জনসভায় বার্তা শতাব্দী রায়ের


ODD বাংলা ডেস্ক: গোরুপাচারকাণ্ডে এখন জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। আসানসোল সংশোধানাগারে রয়েছেন তিনি। বুধবার ফের মামলার শুনানি। সশরীরে হাজিরা নয়, সেদিন অনুব্রতের ভার্চুয়াল শুনানির আবেদন জানিয়েছেন সংশোধানাগারের সুপার কৃপাময় নন্দী। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের পাশে থাকা বার্তা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বীরভূমের খয়রাশোলে এক জনসভায় বললেন, 'অনুব্রত যখন অসুবিধা রয়েছে, 'তখন আপনাদের পাশে থাকাটা নৈতিক কর্তব্য। ভালোবাসার প্রমাণ। আমরা অকৃতজ্ঞ নই, সেটা বোঝানোর সময়'।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.