হলিউডে অ্যাকশন থ্রিলারে আলিয়া, প্রকাশ্যে এল ‘হার্ট অফ স্টোন’ ছবির প্রথম ঝলক


ODD বাংলা ডেস্ক: প্রথম বার হলিউডে পা রেখেছেন তিনি। ‘অ্যাকশন থ্রিলার’ ছবি ‘হার্ট অফ স্টোন’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এল। যেখানে একেবারে অন্য অবতারে পাওয়া গিয়েছে আলিয়াকে। এই ছবির হাত ধরেই হলিউডে হাতেখড়ি হচ্ছে আলিয়ার। বলিউডের প্রথম সারির নায়িকার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অভিনেতা গেল গ্যাডট ও জেমি ডরনানকে। শনিবার রাতে নেটফ্লিক্সে এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ছবির নেপথ্য কাহিনির কিছু দৃশ্যও তুলে ধরা হয়েছে। ছবিতে সিআইএ এজেন্টের চরিত্রে দেখা যাবে অভিনেতা গেল গ্যাডটকে। তিনি বলেছেন, ‘‘হার্ট অফ স্টোন দুর্দান্ত হতে চলেছে। একেবারে অ্যাকশন থ্রিলারে মোড়া এই ছবি। এমন ভাবে এই ছবি তৈরি করা হয়েছে, যাতে দর্শকরা বাস্তবের সঙ্গে মিল খুঁজে পান।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.