মোদীর জন্মদিনে বিশ্বরেকর্ড! ১ লক্ষ স্বেচ্ছাসেবকদের রক্তদান দেশজুড়ে

ODD বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া শনিবার ঘোষণা করেছেন যে রক্তদানের অমৃত মহোৎসবের মাধ্যমে রক্তদানকারীর সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে। টুইট করে তিনি লেখেন, "১ লক্ষ অতিক্রম করেছে..."।  এর আগে শনিবার, স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা ঘোষণা করেছিলেন যে দেশ ২০১৪ সালে সর্বোচ্চ ৮৭,০৫৯ রক্তদানের রেকর্ড অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েছে। প্রসঙ্গত, রক্তদান অমৃত মহোৎসব হল দেশব্যাপী গণহারে স্বেচ্ছায় রক্তদান অভিযান। যা শনিবার কেন্দ্রীয় মন্ত্রী দ্বারা চালু করা হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণের জন্য। ডাঃ মনসুখ মান্ডাভিয়া নিজে দিল্লির সাফদারজং হাসপাতালে রক্তদান শিবিরে রক্ত ​​দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.