কেবল দোকানই নয়, অনলাইনেও কেনা যাবে না ফুলঝুরি-পটকা! দীপাবলির আগেই নয়া নিষেধাজ্ঞা
ODD বাংলা ডেস্ক: দোকান থেকে তো নয়ই, অনলাইনেও বাজি কেনা যাবে না দিল্লিতে।আর দু’মাসও বাকি নেই দীপাবলির। তার আগে বুধবার দিল্লি প্রশাসন জানিয়ে দিল, আগামী বছর ১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে বাজি কেনাকাটা এবং অনলাইনে বাজি সরবরাহ করা যাবে না দিল্লিতে। দূষণ এড়াতে গত বছর থেকেই দিল্লিতে বাজি তৈরি, মজুত, বিক্রি এবং বন্টন নিষিদ্ধ করেছে দিল্লি প্রশাসন। ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা। কোনও বেআইনি কাজ হচ্ছে কি না তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লি পুলিশ, ডিপিসিসি এবং রাজস্ব দফতরকে। তারাই এই নিষেধাজ্ঞা যথাযথ ভাবে পালন হচ্ছে কি না সেদিকে নজর রাখবে।
Post a Comment