অকারণে অনলাইনে শপিং করে ঘর ভরিয়ে ফেলেন এই ৫ রাশির জাতকরা



 ODD বাংলা ডেস্ক: বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে অনলাইন শপিং-এর চাহিদা রয়েছে যথেষ্ট। কোথাও না গিয়ে ঘরে বসেই জাস্ট কয়েকটা ক্লিক করে নিত্য নতুন হাল ফ্যাশনের জিনিস কিনে ফেলতে অনেকেরই খুব মজা লাগে। তার উপর এই সব শপিং পোর্টালগুলো মাঝেমধ্যেই নানা রকম আকর্ষণীয় অফার দেয়। তার ফলে অনেক সময়ই দেখা যায় যে কোনও একটা নির্দিষ্ট ব্র্যান্ডের নির্দিষ্ট জিনিসের দাম দোকানে গিয়ে কিনলে যা পড়ত, অনলাইনে কেনায় তা অনেকটাই সস্তা হয়ে গিয়েছে। তবে এই ভাবে শপিং করার ফলে যেটা হয়, অনেক সময়ই অকারণে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি আমরা। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও কোনও রাশির জাতকদের মধ্যে অকারণে অনলাইনে জিনিস কেনার প্রবণতা একটু বেশিই থাকে। দেখে নিন কোন কোন রাশির জাতকরা এই তালিকায় রয়েছেন।


​মীন রাশি 

সারাদিন অনেক পরিশ্রম করার পর অথবা লম্বা উইকএন্ড কাটাতে কাটাতে একঘেয়ে লাগলে নিজেকে রিফ্রেশ করার জন্য অনলাইনে শপিং করাই সবথেকে পছন্দ মীন রাশির জাতকদের। হাতে টাকা থাকলে নিজেকে শপিং করা থেকে আটকাতে পারেন না মীন রাশির জাতকরা। তাই দরকার থাকুক বা না থাকুক, মাঝেমধ্যেই অনলাইনে একগাদা জিনিস অর্ডার করে ফেলেন মীন রাশির জাতকরা। আসলে শপিং করলে মন ভালো থাকে মীনের জাতকদের।


​মকর রাশি 

সঞ্চয় করার দিকে যথেষ্ট আগ্রহী হন মকর রাশির জাতকরা। প্রতি মাসে বেতন হাতে পাওয়ার আগেই কত টাকা খরচ করবেন, কত সঞ্চয় করবেন এবং কত টাকা বিনিয়োগ করবেন, তার একটা হিসেব কষে ফেলেন এরা। কিন্তু হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে হিসেবটা গোলমাল হয়ে যায়। তখন সুন্দর সুন্দর জিনিস কেনার প্রতি অসম্ভব একটা আকর্ষণ তৈরি হয় মকর রাশির জাতকদের। নিজের সঞ্চয় করার কথা ভুলে গিয়ে তখন একের পর এক জিনিস অনলাইনে অর্ডার করতে থাকেন এরা। এর ফলে অনেক সময়ই মাসের মাঝামাঝি এসেই পকেট খালি হয়ে যায় মকর রাশির জাতকদের।


​মিথুন রাশি 

মিথুন রাশির জাতকরা রোম্যান্টিক প্রকৃতির। সঙ্গীকে চমকে দিতে এঁরা তাঁর জন্য নিত্য নতুন দামী দামী উপহার কিনতে পছন্দ করেন। তবে মিথুন রাশির জাতকরা কখনোও নিজেদের সাধ্যের বাইরে গিয়ে শপিং করেন না। কেনাকাটা করার সময় মিথুনের জাতকরা নিজেদের বাজেটের দিকে কড়া নজর রাখেন। জিনিস কিনতে পছন্দ করলেও যে জিনিসটা কিনছেন, সেটা সেই দামের উপযুক্ত কিনা, তা খতিয়ে দেখেন মিথুন রাশির জাতকরা। কিন্তু কোনও কারণে মন খরাপ হলে নিজেকে চিয়ার আপ করার জন্য আগুপিছু না ভেবেই অনলাইনে অনেক কিছু কিনে ফেলেন এরা।


​মেষ রাশি 

যে সব রাশির জাতকদের অনলাইন শপিং করা খুব পছন্দের, সেই তালিকায় সবথেকে আগে আসবেন মেষ রাশির জাতকরা। এঁদের উপাদান আগুন হওয়ায় ধৈর্য্য মেষ রাশির জাতকদের খুবই কম। কোথাও ডিসকাউন্ট চলছে বলে জানতে পারলে নিজেদের সেই জিনিস কেনা থেকে নিয়ন্ত্রণ করতে পারেন না মেষ রাশির জাতকরা। আদৌ সেই জিনিসটার কোনও প্রয়োজন তাঁর আছে কিনা, কেনার আগে তা ভেবে দেখেন না এরা। দামী দামী জিনিস কিনতে বেশি পছন্দ করেন মেষের জাতকরা।


সিংহ রাশি 

অন্যের চোখে নিজেকে সব সময় আকর্ষণীয় করে রাখতে চান সিংহ রাশির জাতকরা। সেই কারণে বিশেষ চিন্তাভাবনা না করেই কেনাকাটা করে ফেলেন এঁরা। যে জিনিসটা কিনছেন, সেটা আদৌ তাঁদের কোনও কাজে লাগবে কিনা সেই বিষয়ে মাথা ঘামান না সিংহ রাশির জাতকরা। মোবাইল ঘাঁটার সময় কোনও জিনিস পছন্দ হলেই টপ করে তা অর্ডার দিয়ে ফেলেন এরা। অনেক সময় মন খারাপ হলেও অনলাইনে কেনাকাটা শুরু করে দেন সিংহ রাশির জাতকরা। সিংহের জাতকদের ঝোঁক থাকে দামী ব্র্যান্ডের জিনিসের উপরে। জিনিসের মান নিয়ে এঁরা কখনোও সমঝোতা করেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.