মদ্যপানের আসরে বচসা, নলি কেটে খুন করে গঙ্গার পাড়ে যুবকের দেহ পুঁতল বন্ধুরা
ODD বাংলা ডেস্ক: মদ্যপানের আসরে বচসার জের। চপার দিয়ে নলি কেটে বন্ধুকে খুন করল ৪ যুবক। অপরাধ লুকোতে ঠান্ডা মাথায় পানিহাটির গঙ্গার পাড়ে দেহ পুঁতে দেওয়া হয়। কিন্তু কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। রবিবার সকালে জোয়ারের জলে মাটি সরে যেতেই দেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত চার যুবককেই গ্রেপ্তার করেছে পুলিশ। আজই তাদের আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ড পি ভি গঙ্গার ঘাটে ৫ বন্ধু মিলে মদ্যপানের আসর বসিয়েছিল। মৃত যুবক ভান্ডারী সেই সময় বাকি চারজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তার জেরেই চপার দিয়ে গলার নলি কেটে হত্যা করা হয় ভান্ডারীকে। তারপর গঙ্গার পাড়ে মাটির তলায় দেহ পুঁতে পালিয়ে যায় তারা। রবিবার সকালে জোয়ারের জলে মাটি সরে যেতেই তাদের কুকীর্তি ফাঁস হয়ে যায়।
Post a Comment